২০০৫ সালে ‘এবং ক্লাসের বাইরে’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে মাসুমা রহমান নাবিলার। সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশন অনুষ্ঠান, বাণিজ্যিক স্টেজ শো এবং বিপিএলের মতো বড় ইভেন্টে উপস্থাপনা করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি তিনি উপস্থাপনা করেছেন রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘স্টার শিপ ফিউশন কিচেন’। ১০-১২ বছর পর রান্নার অনুষ্ঠান উপস্থাপন করতে গিয়ে তিনি জানান, বিয়ের পর তার জীবনে রান্না বিষয়ে বড় পরিবর্তন এসেছে এবং এখন তিনি রান্নাকে অনেক বেশি উপভোগ করেন।
নাবিলা বলেন, বিয়ের আগে রান্না না করলেও এখন তার রান্না করা খাবারের প্রতি অনেক আগ্রহ তৈরি হয়েছে। পরিবারে সবাই তার রান্না করা খাবারের প্রশংসা করেছেন, বিশেষত তার স্বামী, সন্তান, শ্বশুর-শাশুড়ি এবং বন্ধুদের কাছ থেকে। রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন করতে গিয়ে তার উপস্থাপনায় নতুন এক মাত্রা যোগ হয়েছে, যা আগে ছিল না। খাবারের প্রতি তার বিশেষ পছন্দ ফুটপাতের খাবার, বিশেষ করে ফুচকা, ভেলপুরি ও চটপটি। তিনি খাবারের রুচি নিয়ে কখনও কোনো বাছবিচার করেন না।
নাবিলা ২০ বছর ধরে উপস্থাপনা করছেন এবং তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং এবং অভিনয়ের মাধ্যমে। বর্তমানে উপস্থাপনার ক্ষেত্রে বৈচিত্র্যের অভাব রয়েছে, এমনটা তিনি মনে করেন, কারণ একই ধরনের অনুষ্ঠান অনেক উপস্থাপক একাধিক চ্যানেলে করছেন। তবে নাবিলা তার মধ্যে একজন উপস্থাপকের প্রশংসা করেন, তিনি হলেন রাফসান সাবাব, যিনি কাজের বৈচিত্র্যের কারণে আলাদা করে নজর কাড়েন।